ন্যাভিগেশন মেনু

রাস্তা প্রশস্ত করার সময় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর


শহরের রাস্তা প্রশস্ত করার সময় বেশি বাড়িঘর বা দোকানপাট যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ ‍দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সভায় বলেন, গুণগত মান বজায় রেখে সড়কের কাজ করতে হবে। শহরের রাস্তা প্রশস্ত করার সময় খেয়াল রাখতে হবে, বেশি বাড়িঘর বা দোকানপাট যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে সড়কের শ্রেণিবিন্যাস (অ্যালাইনমেন্ট) পরিবর্তন করা যেতে পারে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, সড়কে যেন সকলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তাছাড়া কোনো প্রকল্পে ত্রুটি বা সংশোধনের বিষয় থাকলে দ্রুত প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আনবেন।

কক্সবাজার বিমানবন্দর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রুটের কৌশলগত স্থানে রয়েছে। এটিকে আন্তর্জাতিক মানসম্মত বিমানবন্দর করা যেতে পারে।

সভায় ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে ‘আশ্রয়ন-২ শীর্ষক’ প্রকল্প সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়নের সময় পুকুর বা জলাধার, সুপেয় পানি, গাছপালা ও খেলার মাঠ থাকে সেদিকে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী।

এমআইআর / এসএস