ন্যাভিগেশন মেনু

রেঁস্তোরায় পেঁয়াজ নিয়ে কথাকাটাকাটি-হাতাহাতি শেষে থানা-পুলিশ


মাসাধিককাল ধরে দেশে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া পর্যায়ে গিয়ে ঠেকেছে। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আড়াইশ’ টাকা থেকে ২৮০ টাকা।

পক্ষকাল আগে প্রতি কেজি ২০০ টাকায় নেমে আবার বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে পেঁয়াজ নিয়ে চলছে পেঁয়াজগিরি। এবার ঢাকার অদূরে গাজীপুরের একটি রেঁস্তোরায় এক যুবক গিয়েছিলেন পুরি খেতে।

পুরির সঙ্গে পেঁয়াজ না দেওয়ায় কথাকাটাকাটির পর হাতাহাতি এবং শেষে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পুরি খেতে গিয়েছিলেন শাওন। ওই যুবক জানান, ‘পুরির সঙ্গে পেঁয়াজ হলে খেতে ভালো লাগে।

আমি একটু পেঁয়াজ দিতে অনুরোধ করেছিলাম। হোটেলের লোকজন তা দিতে রাজি হননি। আমি আলাদা করে পেঁয়াজের দাম দিতে চেয়েছিলাম। তারপরও তাঁরা পেঁয়াজ দেননি। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ওই ঘটনা ঘটে। শাওন পরে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরো পড়ুনঃ

গিন্নিদের পেঁয়াজ না খাওয়ার ঘোষণা

তবে হোটেলের মালিকপক্ষ বলছে ভিন্ন কথা। ফয়েজ নামের ওই হোটেলের এক ব্যক্তি বলেন, ‘আমরা পেঁয়াজ দিতে চাইনি কথাটি ঠিক নয়। মূলত পেঁয়াজ দিতে দেরি হওয়ায় উভয় পক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, বিষয়টি আসলেই পেঁয়াজের কারণে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে থানার একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

এস এস