ন্যাভিগেশন মেনু

রেলে নয়া সংযোজন, অক্টোবরে ভারত থেকে আসছে ২০টি লোকোমেটিভ


বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০টি লোকোমেটিভ দিচ্ছে ভারত। এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে ভারত থেকে ২০টি লোকোমেটিভ আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভারতীয় রেল বিভাগ এ ইঞ্জিনগুলো দিচ্ছে বলে জানান তিনি। এর ১০টা মিটার গেজ এবং ১০টা ব্রড গেজ।

মন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ২৩৩টি লোকোমোটিভ রয়েছে, তবে এর ৬৮ শতাংশের আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। ভারতীয় ঋণে যে ইঞ্জিনগুলো আসার কথা রয়েছে তা ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে।

আরো পড়ুনঃ

রেলের প্রকল্প বাস্তবায়নে ভারতীয় রেলমন্ত্রীর সহায়তা কামনা

তিনি আরো জানান, ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এখন থেকে সপ্তাহে ছয় দিন চলাচল করবে। এছাড়া খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসেও যাত্রা বাড়ানোর বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

২০২১ সালে পদ্মা সেতু উদ্বোধনের সময় রেল সংযোগ চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা।

তবে মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ ২০২১ সালের জুনের মধ্যে শেষ করার চেষ্টা করা হচ্ছে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এমআইআর / এস এস