ন্যাভিগেশন মেনু

লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট ও ব্যাংক চালু থাকবে


করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল ও ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বাড়ানো হয়। তবে এই সময়ে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন সরকার।

গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন কর্যকরে ১৩টি নির্দেশনা দেওয়া হয়। ১৪ থেকে শুরু হয়ে ২১ এপ্রিল সেই লকডাউন শেষ হওয়ার কথা।তবে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিবি/এডিবি/