ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে দালাল বাজার জমিদার বাড়িতে রেস্টহাউজ উদ্বোধন


লক্ষ্মীপুর জেলা সদরে ঐতিহাসিক দালালবাজার জমিদার বাড়িতে রেস্টহাউজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ রেস্ট হাউজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ওয়াদুদ, মুক্তিযোদ্ধা সাবেক জেলা ডেপুটি কমান্ডার নুরুজ্জামান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার বশির মাস্টার ও মো. সিরাজউল্যা মনা বাকশালসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

রেস্ট হাউজটি নির্মানের ফলে দূর-দূরান্ত থেকে সরকারি বা বেসরকারি পর্যায়ের অতিথিরা এখানে বেড়াতে এসে বিশ্রাম এবং রাত্রি যাপন করতে পারবেন।

উল্লেখ্য, প্রায় দুইশ বছরের পুরনো জমিদার বাড়িটি দীর্ঘদিন অবৈধ দখলদারদের কবলে থাকার পর ২০১৫ সালে সাত একর ৮৬ শতাংশ এবং ২২ একর জমিসহ প্রায় ৩৪ একর জমিসহ খোয়া সাগর দিঘী দখল মুক্ত করে জেলা প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ৪৪ কোটি টাকা।

বর্তমানে পর্যটকদের ভ্রমনের জন্য জমিদার বাড়িটি উন্মুক্ত করে দেন জেলা প্রশাসন। এটি উন্মুক্ত করে দেয়ার পর থেকে বর্তমানে সেখানে পর্যটকদের আনাগোনা বেড়েছে।

এলাকাবাসী আশা করছে, সেখানে শিশুদের জন্য এবং সাধারণ মানুষের বিনোদন এবং প্রাকৃতিক কর্মের জরুরী প্রয়োজনে কিছু অবকাঠামো নির্মাণ করা হলে সরকারের রাজস্ব আয়ের পথ উন্মুক্ত হবে।

এমএম/ এসএ/এডিবি