ন্যাভিগেশন মেনু

লাগাতার করোনা সংক্রমণের মধ্যেই বন্যার কবলে ১৫টি জেলা


রাজধানী ঢাকার রাজাবাজারের পর এবার ওয়ারীতে তামিল হচ্ছে লকডাউন। দেশের নতুন নতুন জায়গায় লকডাউন করেও কাঙ্খিতভাবে ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমণ।

এই নিয়ে বেশ চিন্তিত সরকার। অসহায়দের মাঝে বিতরন করা হচ্ছে সব ধরণের সহযোগিতা। এর মাঝেই বাংলাদেশে গঙ্গা ও পদ্মার অববাহিকায় নদ-নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ঢাকার পাশে তুরাগ নদীতে বন্যার পানি এসেছে। বন্যার পানি ছুই ছুই ঢাকার সাভারের আমিনবাজার , বড়বাজারসহ সংশ্লিষ্ট এলাকা।  

এছাড়া ইতিমধ্যেই দেশের ১৫টি জেলা বন্যাকবলিত হয়েছে। মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আগামী ১২ ঘণ্টায় টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ি ও ফরিদপুর জেলার বন্যা (flood) পরিস্থিতি অবনতি হতে পারে বলেও জানিয়েছেন।

মুন্সিগঞ্জর ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। এদিকে উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার প্রকোপ অব্যাহত আছে।

দেশের ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এর ফলেই বন্যার কবলে পড়েছে ১৫টি জেলা। যমুনার পানি নামলেও পদ্মার দুটি পয়েন্টে বিপদসীমা পার করেছে। এতে মধ্যাঞ্চলের জেলা রাজবাড়ি, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বন্যা হয়েছে। কুড়িগ্রাম জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম করে বন্যাদুর্গত এলাকায় খাবার, স্যালাইন ও বিভিন্ন ওষুধ পৌঁছে দিচ্ছে প্রশাসন। বন্যাকবলিত সিলেট সদর উপজেলায় মানুষের দুর্ভোগ লাঘব করতে নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বলা হচ্ছে, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বৃষ্টি না হওয়ায় ব্রহ্মপুত্র-যমুনার পানির সমতল বাড়ছে না। তাই এখানকার বন্যা পরিস্থিতি আরও ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে অনুমান করা হচ্ছে।

তবে বাড়ছে গঙ্গা-পদ্মার পানি। অপরদিকে মেঘনা অববাহিকা বা সিলেট থেকে কিশোরগঞ্জ পর্যন্ত নদ-নদীতে পানির সমতল হ্রাস পাচ্ছে। এটা আরও ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বুধবার বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কুশিয়ারা, সারি ও যাদুকাটা নদীর পানি সব পয়েন্টেই বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এমআইআর/ এস এস