ন্যাভিগেশন মেনু

শনিবার থেকে পুনরায় খুলছে বাংলাবান্ধা স্থলবন্দর


করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর শনিবার (১৩ জুন) থেকে শর্ত সাপেক্ষে পুনরায় চালু হচ্ছে একমাত্র চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি এ বৈঠকে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

বৈঠক শেষে জেলা প্রশাসক জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গেপাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ২৪ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, করোনা সংক্রমণ রোধে আপাতত বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ ও পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এ সময় স্থলবন্দর পরিদর্শন ও জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক খন্দকার আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় জেলা আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা প্রমুখ।

ওয়াই এ/ এডিবি