ন্যাভিগেশন মেনু

শরীয়তপুরে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ উদযাপন


‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে দুপুর ১২টায় শরীয়তপুরে জেলা প্রশাসক কাজী আবু তাহের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদ্বোধন করেন।

শরীয়তপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান শেখ, শরীয়তপুর জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক ডিআও-১ মোঃ আজহারুল ইসলাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা সরল বড়ুয়া প্রমুখ।

এ সময় বক্তরা, সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, খেলাধুলা ও অধিকার নিয়ে আলোচনা করেন।

এ উপলক্ষে শরীয়তপুরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

সপ্তাহব্যাপী যেসব কর্মসূচি সূচি থাকছে- শিশুদের নিয়ে চিত্রাংকান প্রতিযোগিতা, শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে উন্মুক্ত ছড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এস এ/এডিবি