ন্যাভিগেশন মেনু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে চলছে ফেরি


সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। তবে ফেরি চলাচল শুরু হলেও বর্তমানে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ৩৫০ গাড়ি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাট থেকে মিডিয়াম ২টি ও কে-টাইপ ৩টি  ফেরি পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, মূলত, বেশকয়েকদিন ধরে এই নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ভোর ৫টা থেকে নাব্যতা সংকটের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হলেও তবে এসব ফেরি তুলনামূলক কম লোড নিয়ে চলাচল করছে। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে রো রো ফেরি (বড় ফেরি) ও ডাম্প ফেরি চলাচল বন্ধ আছে।

এমআইআর /এস এস