ন্যাভিগেশন মেনু

শীতের কাঁধে সওয়ার হলো বৃষ্টি


জানুয়ারির প্রথমার্ধে শীত-বৃষ্টি কাঁধে কাঁধ মিলিয়ে হাজির হলো আমাদের মাঝে। গরিবের জন্য দু:খ-কষ্ট বয়ে আনলেও যারা শীতকে উপভোগ করতে ভালবাসেন, তাদের জন্য পোয়াবারো।

অবশ্য গত কয়েক দিন ধরে রোদ থাকায় রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় শীতের অনুভূতি কিছুটা কম ছিল । এই পরিস্থিতি আজ শুক্রবার থেকেই বদলে গেছে। আজ ঝড়ল বৃষ্টি। এর পরই আসছে হাড় কাঁপানো শীত।

শুক্রবার সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। শুরুটা অবশ্য গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে হিমও যোগ হয়েছে সেরকম। তাই ঢাকার ভোরের রাস্তা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ছিল ফাঁকা।

জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে, শীত বাড়বে—এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর অবশ্য আগেই দিয়েছে। চলতি জানুয়ারি মাসের জন্য আবহাওয়া

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। একটি শৈত্যপ্রবাহ হতে পারে মৃদু থেকে মাঝারি।

 মাসের বিভিন্ন সময়ে স্বাভাবিক বৃষ্টিও হতে পারে। এর ফলে গত ডিসেম্বরের চেয়ে এ মাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি ও মৃদু বৃষ্টি হলেও পুরো মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে।

গত ৩০ বছরের গড় বৃষ্টিপাতের তুলনায় ডিসেম্বরে ৪৩ দশমিক ৬ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। সাধারণত ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। এর ফলে উপকূলসহ দেশের এলাকায় কয়েক দিন বৃষ্টি হয়ে থাকে। এবার কোনো নিম্নচাপ হয়নি।

ডিসেম্বর মাসের আবহাওয়ার আরেকটি ধরন ছিল, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি কম আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশমিক ৩০ ডিগ্রি কম। যে কারণে গত মাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল না। অর্থাৎ, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি ও সর্বোচ্চ ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ওআ / এস এস