ন্যাভিগেশন মেনু

শুদ্ধাচার চর্চায় রেলওয়ে সম্মাননা পেলেন আব্দুল আলিম বিশ্বাস


পাবনার ঈশ্বরদীর জুনিয়র টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু রেলওয়ে শুদ্ধাচার চর্চায় স্বীকৃতস্বরূপ পুরস্কার ‘সনদপত্র’ পেয়েছেন।

শনিবার (১৩ মার্চ) রাজশাহীতে ‘আদর্শ রেলস্টেশন ও যাত্রীসেবার মান উন্নয়ন, পারস্পারিক শিখন ও ওয়াশ বিষয়ক’-কর্মশালা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে এই সনদপত্র দেওয়া হয়।

রেলওয়ে রাজশাহী বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রেলপথ মন্ত্রণালয় সচিব সেলিম রেজা, অজয় কুমার পোদ্দার ও রেলওয়ে রাজশাহী বিভাগীয় মহাপরিচালক মিহির কান্তি গুহ।

কর্মশালায় সভাপতিত্ব করেন রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। কর্মশালায় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে কর্মরত জুনিয়র টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু আগেও রেলওয়ের পক্ষ থেকে পুরস্কার ও সনদ পেয়েছেন।

রেলওয়ের প্রতি কৃতজ্ঞতা ও রেলপথ মন্ত্রী এবং রেল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে টিটিই আব্দুল আলিম বলেন, সততার সঙ্গে ও সঠিকভাবে দায়িত্ব পালনের পুরস্কার পেয়ে আমি অত্যন্ত খুশি। তিনি রেলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে যাত্রীসেবার মানোন্নয়নে নিয়ম মেনে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেএইচ/ ওয়াই এ/এডিবি