ন্যাভিগেশন মেনু

শ্যামপুরে দুই কিশোর গ্যাং-এর ১০ সদস্য আটক


রাজধানীর শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১৯ জুন) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলো - রাব্বী আহমেদ (১৬), নাঈম আহমেদ (১৮), আকাশ (১৫), নয়ন হাওলাদার (১৭), ইমন (১৬), সৈকত শেখ (১৭), তুষার হাওলাদার (১৮), রবিউল ইসলাম (১৮), আরিফ (১৭) ও হাসান (১৬)।

এ সময় তাদের কাছ থেকে ৬টি সুইচ গিয়ার চাকু, ৩টি ছুরি, ৮টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, শুক্রবার (১৮ জুন) দিনগত রাতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের সদস্য।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা বিভিন্ন এলকায় পথচারীদের আকস্মিক ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট, ল্যাপটপ ছিনতাই করে পালিয়ে যেতো। ডাকাতি ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, মাদকের খুচরা ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা প্রায়ই এলাকায় প্রভাব বিস্তারে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও হানিফ ফ্লাইওভারের ওপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ ছিনতাইয়ে জড়িত ছিল। তাদের নামে বংশাল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এস এ/এডিবি/