ন্যাভিগেশন মেনু

সপরিবারে করোনা আক্রান্ত মৌলভীবাজারের ডিসি


মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদানের বছরপুর্তির দিনে সপরিবারে করোনা আক্রান্ত হলেন মীর নাহিদ আহসান।

সোমবার (৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘পরিবারের সবার কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি। জ্বর-কাশি ছাড়া আর কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।’

মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের আজ এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে রাখতে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন। মীর নাহিদ গত ১০ জুন জেলা প্রশাসক হিসাবে সিলেট বিভাগের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় (৫ জুলাই) ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে মারা গেছেন একজন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩২ জন।

পিডি/সিবি/এডিবি/