ন্যাভিগেশন মেনু

কুয়াশার চাদর সরে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

কুয়াশার চাদর সরে যাবার পর বুধবার ( ৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ১০টার দিকে এর ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়।

এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটের উভয়পাশে আটকে পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ছয় শতাধিক যানবাহন। আজ সকাল সোয়া ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। পর্যায়্ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।’

এস এ / এস এস