ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় অপহরণ নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় ৭ প্রতারক


অপহরণের নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে সাতক্ষীরার সাত প্রতারক।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।

আটককৃতরা হলেন - তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম, তার ভাই মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, আমিনুল, জিয়াউল ইসলাম, ইসমাইল ও ভ্যানচালক কবিরুল।

এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহউদ্দীন জানান, ‘নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম তার ব্যবসায়িক কাজের জন্য এক বিজিবি সদস্যের কাছ থেকে ৫৬ হাজার টাকা ঋণ নেন। ঋণের টাকা পরিশোধ না করে হাফিজুল তার ভাই মফিজুল, রবিউল, আত্মীয় আমিনুল, জিয়াউল ও ইসমাইল সোমবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপিনাথপুর এলাকার ঋশিল্পীর সামনে থেকে মাইক্রোবাসযোগে একদল অপহরণকারী অস্ত্রের মুখে হাফিজুলের গরু বিক্রির ১ লাখ টাকাসহ অপহরণ করা হয়েছে বলে একটি নাটক সাজিয়ে থানায় মামলা করতে আসেন।’

তিনি বলেন, পরে মামলা দিতে গেলে তাদের জিজ্ঞাসাবাদের সময় একজনের সাথে অপরজনের কথাবার্তা মিল না থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ ভ্যানচালক কবিরুলকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে এটি যে সাজানো নাটক তা স্বীকার করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে এই অপহরণ নাটকের মুলহোতা হাফিজুলকে তার শ্বশুরবাড়ি সদর উপজেলার আগরদাড়ি ইউয়িনের বাঁশঘাটা গ্রাম থেকে আটক করে।

তিনি আরও জানান, ‘সোমবার (৫ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উক্ত সাতজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।’

এমআরএফ/এমআইআর/এডিবি