ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা গৃহায়ন ও গণপূর্ত অফিসে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৬ সাল থেকে সারাবিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়ে থাকলেও এ বছর করোনা মহামারির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

এ সময় বিশেষ আলোচক হিসাবে (ভার্চুয়াল) অংশগ্রহণ করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল বদিউজ্জামান (সার্বিক), বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী গোকুল চন্দ্র পাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত প্রমুখ।

এম আর/ ওয়াই এ/এডিবি