NAVIGATION MENU

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই


বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী (ইন্না লিল্লাহি … রাজিউন)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।

মোহাম্মদ আলীর বড় ছেলে মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

১৯৯৬ সালে প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এক সময় তিনি কক্সবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। এ ছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

ওয়াই এ/এডিবি