ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে ১৩ আইপিএল জুয়াড়ি আটক


টেলিভিশনে সম্প্রচারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি রিমোর্ট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৮ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়। 

আটকরা হলেন - পলাশ (৩২), নয়ন (২৫),শাহ পরান (২৪), রাহাত (২৩), ইকবাল(৪০), মাসুম(২৮), বাচ্চু মিয়া(৩৫), লিটন (৪৬), জহুরুল ইসলাম (৪৪), মো. শাহীন (৩৯), জাহাঙ্গীর আলম (২৩), আলমগীর (৩২) ও জিকু (২০)।  

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে র‌্যাব-১০-এর একটি দল সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়ারিকে আটক করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। 

আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

এমএইচএস/এডিবি/