ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জে ১৮০০ খৃস্টাব্দের প্রাচীন মুদ্রা উদ্ধার


সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় একটি বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার সময় ১৮০০ খ্রিস্টাব্দের বিভিন্ন সময়ের সিলভার কালারের ইস্ট-ইন্ডিয়া কোম্পানি লিখা ও রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রার সন্ধান পান শ্রমিকরা।

বুধবার (৪ মার্চ) রাতে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম।

পুলিশ সুপার বলেন, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খননের সময় মাটির নিচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো কাউকে না জানিয়ে ভাগভাগি করে নিয়ে যায়। পরবর্তীতে ওই ৪ শ্রমিক মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে এক সময় পুলিশ বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে।

উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওয়াই এ/এডিবি