NAVIGATION MENU

সুন্দরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু


গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, রেজাউল করিম, তার মা রেখা বেগম ও ভাতিজা সুজন।

মৃতদের স্বজনরা জানান, সন্ধ্যায় কৃষক রেজাউল জমিতে কাজ করতে যাওয়ার সময় হেলে থাকা বাঁশের খুঁটিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। টের পেয়ে তার মা রেখা বেগম ও ভাতিজা অষ্টম শ্রেণির ছাত্র সুজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসী বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।

এ সময় ঘটনাস্থলেই মারা যান রেজাউলের মা এবং ভাতিজা। আর রেজাউলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোকলেছুর রহমান রাজু বলেন, 'বিদ্যুৎ অফিসের লোকজন দায়িত্বশীল হলে একসঙ্গে তিনটি মানুষকে হারাতে হতো না। তারা খোঁজখবর রাখলে যেখানে-সেখানে এমন মৃত্যুফাঁদ থাকতো না।

এডিবি/