ন্যাভিগেশন মেনু

স্বতন্ত্র প্রার্থী সাবেক চসিক মেয়র মনজুর আলমের জনসংযোগ ও নারী সমাবেশ


স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে জনসংযোগ, নারী সমাবেশ ও নানা শ্রেণী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছেন।

ফুলকপি প্রতীকের চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বৃহস্পতিবার নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেন। গনসংযোগকালে তিনি চৌমুহনী, চারিয়া পাড়া, মিস্ত্রিপাড়া, পানওয়ালা পাড়া, ওয়ার্ড অফিস, রংগীপাড়া, মুন্সিপাড়া, মোল্লা পাড়া, মুনছুরাবাদ, ওয়াপদা কলোনী, আসকারাবাদ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এদিনে তিনি ১০টি পথ সভায় বক্তব্য দেন এবং এলাকাবাসীদের সাথে কুলশ বিনিময় করেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নারীদের সাথে মতবিনিময় সহ তার নির্বাচনী এলাকা থেকে আগত সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সকল কর্মসূচীতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম ৭ জানুয়ারীর নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেয়ার আহবান জানিয়ে বলেন, এ নির্বাচন সবদিক থেকে দেশ ও বিদেশে গুরুত্ব বহন করে। এ গুরুত্ব বিবেচনায় আমি আমার নির্বাচনী এলাকার জনগনের ভোটের অধিকার রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আশা করি জনগন স্বাধীনভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ফুলকপি প্রতীকে ভোট দেবে। জনাব মনজুর আলম আরো বলেন, পরনিন্দা পরর্চ্চা ও প্রতিহিংসা আমার মধ্যে নেই। সৎ নিয়তে সেবার মানসিকতায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি- বিবেচনার ভার এলাকার ভোটারদের উপর। ভোটারদের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। তারা আমাকে ভোট দিতে ভুল করবেনা। নিশ্চয় রায় আসবে ফুলকপি প্রতীকে। তিনি সকলকে ভোট কেন্দ্র গিয়ে ভোট দেয়ার আহবান জানান।

কর্মসূচীতে সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভোটার ও সমর্থকবৃন্দ স্বেচ্ছায় যোগদান করেন। এসময় মতামত তুলে ধরেন বীরমুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহেদ, বীরমুক্তিযোদ্ধা মো: হারিস, সমাজসেবক মো: ফেরদৌস ইউসুফ, মোহাম্মদ হারুন ইউসুফ, সাবেক কমিশনার জাবেদ নজরুল ইসলাম, শামসুল আলম, সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, আব্দুল করিম, আব্দুর রহিম, দেলোয়ার হোসেন, তাজু মোহাম্মদ, দ্বীন মোহাম্মদ, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ আলী, ব্যবসায়ি মো: আবু তাহের, হাজী আবদুর রহিম, হাজী মো: ইদ্রিস, মোহাম্মদ জাফর, আলী ফজল, আব্দুল্লাহ, রানু বেগম, জাহানারা বেগম, জেসমিন, জুলেখা ও লিলি বেগমসহ অন্যরা।