ন্যাভিগেশন মেনু

সড়ক নিরাপত্তায় কাজ করতে চায় বিশ্বব্যাংকঃ কাদের


বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে চায় বিশ্বব্যাংক। তারা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে। সরকার সে ডাকে সাড়া দিচ্ছে বলে জানিয়ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও ইউনাইটেড ন্যাশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। আগে যা হওযার হয়ে গেছে। আমরা তাদের নতুন প্রপোজালে সাড়া দিচ্ছি। তারা বলেছে বাংলাদেশের সঙ্গে তারা নতুন করে কাজ করবে। তারা পদ্মাসেতুতে অর্থায়ন না করে ভুল করেছে সেটা তারা স্বীকার করেছে।

তিনি বলেন, আজ বিশ্বব্যাংক ও ইউনাইটেড ন্যাশনসের ৭ সদস্যের প্রতিনিধি দল এসেছে, নিরাপদ সড়ক বিষয়ে কথা বলতে। , ঝিনাইদহ থেকে ভোমরা ও ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২৬০ কিমি নতুন করে চারলেন সড়ক নির্মাণ করা হবে। এতে ঝিনাইদহ থেকে ভোমরা পর্যন্ত ১৬০ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণে বিশ্বব্যাংক অর্থায়ন করবে।

এছাড়া, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ব্যাংক (এআইডিবি) ঝিনাইদহ থেকে হাটিকুমরুল পর্যন্ত ১০০ কিমি সড়কসহ নির্মাণে অর্থায়ন করবে। তারা রোড সেফটিকে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এসেছেন।

তবে এ প্রকল্প গুলোতে কী পরিমাণ অর্থায়ন বা বিনিয়োগ করবে সেটা তারা এখনও জানায়নি।

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন

এমআইআর / এস এস