ন্যাভিগেশন মেনু

হবিগঞ্জে করোনায় ৫ বছরের শিশুর মৃত্যু


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের ৫ বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেটে শহীদ সামস উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ‘বৃহস্পতিবার শিশুটির দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। শনিবার বিকালে তাকে হবিগঞ্জ থেকে সিলেটে শহীদ সামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৮টার দিকে মারা যায়। শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ‘লিভারের সমস্যার কারণে শিশুটির পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েক জায়গায় চিকিৎসা জন্য গিয়েছিল, ওই সব হাসপাতাল থেকে শিশুটি করোনায় সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘শিশুটির মরদেহ সংক্রমণ বিধি অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।’

ওয়াই এ/ এডিবি