ন্যাভিগেশন মেনু

হাওড়ের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর স্বাভাবিক রেলযোগাযোগ


ময়মনসিংহ শহরের কেউয়াটখালী এলাকায় হাওর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর পুনরায় ভৈরব ও মোহনগঞ্জ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০টায় হাওড় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান বলেন, হাওড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সচল হয়েছে রেলযোগাযোগ। ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব ও ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চারঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিলো। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় রেল চলাচল স্বাভাবিক করে।

হাওড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার, মহুয়া কমিউটার, জারিয়া লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এডিবি/