ন্যাভিগেশন মেনু

হাতির ত্রিকোন প্রেমে চোখ কপালে উঠল গ্রামবাসীর


ত্রিকোন প্রেমে আসক্ত বিভিন্ন ঘটনার কথা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এবার এ ত্রিকোন প্রেমে কোন মানব – মানবী নয়- হাতির ত্রিকোন প্রেমেই চোখ কপালে উঠল গ্রামবাসীর ।

সম্প্রতি ভারতের মেদিনীপুর জেলার ঝিটকার জঙ্গলে দুটি হাতির লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। হস্তিনীকে নিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গজরাজ। আর এই ভিডিও তে ত্রিকোন প্রেমের জন্য লড়াইকে প্রমাণিত করেছে।

বনকর্মীদের দাবি, একটি হাতি বেশ কয়েকদিন ধরেই একা ঘুরে বেড়াচ্ছিল। সদ্যই তার একটি হস্তিনীর সঙ্গে সম্পর্কও তৈরি হয়।

ইতিমধ্যেই এদিন ঝিটকার জঙ্গল থেকে একটি হাতির দল জামিরকোটা জঙ্গলের দিকে চলে আসে। সেই জঙ্গলে ওই হাতিটিও হস্তিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সঙ্গিনীর উপর কার অধিকার থাকবে, তা নিয়েই দুটি হাতির মধ্যে লড়াই বেঁধে যায়।হাতির হুংকারে গ্রামের লোকজন ছুটে আসেন।

বনদপ্তরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিদের লড়াই থামায়। বনদপ্তরের চেষ্টায় হাতিগুলিকে জঙ্গলে পাঠানো হয়েছে। ততক্ষণে যদিও একটি হাতির দাঁত ভেঙে গিয়েছে।

মেদিনীপুরের ডিএফও সন্দীপ বারোয়াল বলেন, “একটি লোনার হাতির সাথে দলের একটি দাঁতালের লড়াই হয়েছিল।

হস্তিনীর অধিকার নিয়ে এই লড়াই। এটা হয়েই থাকে। তবুও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।” বনকর্মীরা যতই বলুক না কেন এমন ঘটনা সবসময় হয়েই থাকে। তবে গ্রামবাসীদের কাছে এটাই এখন আলোচনার মূল বিষয়। সকলেই সঙ্গিনীর অধিকার নিয়ে হাতির লড়াইকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন।

এদিকে, লালগড় রেঞ্জের বিভিন্ন জঙ্গলে প্রায় সত্তর থেকে আশিটি হাতি রয়েছে। হাতিগুলি গত কয়েকদিন ধরে লালগড় রেঞ্জের বিভিন্ন গ্রামের জমিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছিল। ’

তাতে অতিষ্ঠ স্থানীয়রা হাতি তাড়ানোর দাবিতে লালগড়ে পথ অবরোধও করেন গ্রামবাসীরা। কিন্তু হাতিগুলি তাড়াতে পরেনি বনদপ্তর।

এস এ / এস এস