NAVIGATION MENU

২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে: বিশ্বব্যাংক


করোনার প্রভাবে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সোমবার (৮ জুন) নতুন গ্লোবাল ইকোনমিক আউটলুক রিপোর্টে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক জানান, ‘এই মহামারির কারণে অর্থনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে তাদের এই সর্বশেষ পূর্বাভাস আরও হালনাগাদ করা হবে। মহামারির কারণে বিশ্বের ৭০ থেকে ১০০ মিলিয়ন লোক চরম দারিদ্রসীমার নিচে চলে যাবে। পূর্বে ধারণাকৃত এই সংখ্যা ছিল ৬০ মিলিয়ন।‘

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের পূর্বাভাসে জানিয়েছিল, ২০২০ সালে বিশ্ব অর্থনীতির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি মাইনাস ৩ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বিশ্ব ব্যাংক তাদের প্রতিবেদনে নতুন করে বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবার তথ্য দিলো। সুত্র: রয়টার্স

এমআইআর/ এডিবি