ন্যাভিগেশন মেনু

কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে: কৃষিমন্ত্রী


কৃষিখাতকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ শতাংশ ভতুর্কিতে সিআইজি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।’

আলোচনা সভা শেষে ১৭টি সিআইজি কৃষক গ্রুপের মধ্যে ৩১টি পাওয়ার টিলার ও ১৫টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মচারীরা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এমআইআর/এডিবি