NAVIGATION MENU

৭২ ঘণ্টা বাদে দেশে তাপমাত্রা বাড়বে


কেটেছে রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ। তবে এখনো পর্যন্ত সারাদেশে শীতের পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে (২৪ ডিসেম্বর) নাগাদ রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদফতর।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টার তাপমাত্রার হিসাব তুলেধরে আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।

টেকনাফে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। সেখানে তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় শীত তেমন কাঁপাতে পারেনি।

রাজধানীর তাপমাত্রা আগের চেয়ে আর এক ডিগ্রি কমে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রার পার্থক্য বাড়ায় শীতের অনুভূতির দিক কিছুটা কমেছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। বাতাস উত্তর-উত্তর/পশ্চিম দিকে বইছে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।

এই অবস্থায় রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা নাগাদ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়বে।

সিবি / এস এস