ন্যাভিগেশন মেনু

ঈদে যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের বিশেষ সর্তকতা


প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় নিরাপদে ট্রেন চলাচল ও ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ পুলিশি নিরাপত্তা গ্রহণ করেছে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ। সব ট্রেন ও রেলস্টেশন যাতে অপরাধমুক্ত থাকে, সে জন্য এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা। এ সময় স্টেশন, প্ল্যাটফর্মে ও ট্রেনে চুরি, ছিনতাই, পকেটমারি ও অজ্ঞান পার্টির মতো বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এসব অপরাধ দমন করাই প্রধান উদ্দেশ্য রেলওয়ে জেলা পুলিশের। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতকরণে রেলওয়ে স্টাফদের সাথে মতবিনিময় সভা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনগুলো পরিদর্শন করেন রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী

বৃহস্পতিবার দুপুরে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণে রেলওয়ে থানার রেলওয়ে স্টাফগণ (স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার, টিএক্সআর, প্লাটফর্ম স্টেশন মাস্টার, এটেন্ডেন্ট, আরএনবি ও সংশ্লিষ্টদের) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রেলওয়ে নিরাপত্তায় মার্শালিং ইয়ার্ড থেকে স্টেশনে ট্রেন আনার সময় ট্রেনের দরজা, জানালা বন্ধ করা, রেললাইন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে ওয়েম্যান, কিম্যানসহ সংশ্লিষ্টদের নিয়মিত রেললাইন তদারকি/চেকিং, স্টেশনের অপ্রয়োজনীয় গেইট বন্ধ রাখা, রেলওয়ে পিএ সিস্টেম সচল রাখা এবং যাত্রীদের সচেতন করা, মালবাহী ট্রেনে যাতে লোক না উঠতে পারে সে লক্ষে ব্যবস্থা নেয়া, ট্রেন ছাড়ার পূর্বে ট্রেনের যান্ত্রিক বিষয়ে চেকিং এবং তদারকি করা, ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ না করতে পারে সে লক্ষে ব্যবস্থা নেয়া, বিনা টিকিটে যাতে কেউ স্টেশনে প্রবেশ করতে না পারে সে লক্ষে ব্যবস্থা নেয়া,নিয়মের বাহিরে স্ট্যান্ডিং টিকিট না দেয়া,চুরি, ছিনতাই, টিকিট কালোবাজারীসহ সকল অপরাধ রোধে তথ্য দিয়ে রেলওয়ে পুলিশকে সহায়তা করা, রেলওয়ে পুলিশ, রেলওয়ে স্টাফ আরএনবি সকলে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। 

তিনি বলেন, ঈদের ঘরমুখো ট্রেনযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। ঈদের আগে ও পরে যাত্রীরা যাতে স্বস্তিতে এবং বিপদমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভা শেষে জেলা পুলিশ সুপার রেলওয়ে স্টাফগণসহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।