ন্যাভিগেশন মেনু

গুজব, বিভ্রান্তি অসত্য তথ্যের বিরুদ্ধে ডিসিদের ব্যবস্থা নিতে বললেন তথ্যমন্ত্রী


ভুল তথ্য পরিবেশন এবং গুজব ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে  ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন মাধ্যমে অনেক সময়ই ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে এবং গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৭০টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দিয়েছি। পত্রিকার অনলাইন হিসেবে আরও ১৭০টির মতো নিবন্ধন দেওয়া হয়েছে। এর বাইরে টেলিভিশনের অনলাইন পোর্টাল হিসেবে আরো ১৫-১৬টি অনলাইনকে নিবন্ধন দেওয়া হয়েছে।”

হাছান মাহমুদ বলেন, ‘জেলা পর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল পরিচালিত হয়। আমরা এ পর্যন্ত ১২টি আইপিটিভিকে নিবন্ধন দিয়েছি। এর বাইরে কোনো আইপিটিভি নিবন্ধিত নয়। বাকি যা আছে সবগুলো অনিবন্ধিত।’ এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’

জেলা প্রশাসক সম্মেলনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন সরকারের প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ সাধারণ জনগণ জেলা প্রশাসনকেই সবসময় কাছে পায়।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের বলেছি, আপনারা যদি দেখেন কেউ বিভ্রান্তি, গুজব ও অসত্য সংবাদ ছড়াচ্ছে, সেগুলোর বিষয়ে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আমাদেরকে জানানো হলে আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারব। একসঙ্গে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি সঠিক সংবাদটিও যেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।’

তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে  উদ্বোধন করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘প্রতিটি গ্রামের মানুষকে আমরা শহরের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যেতে চাই। তাতে শহরমুখী প্রবণতা কমে যাবে, গ্রামে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাবে। আমাদের উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক হবে না। যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি- আমার গ্রাম, আমার শহর।’