ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে বন্ধ জুতার কারখানায় আগুন


চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটিতে জুতার সোল তৈরি করা হয়। ভেতরে চামড়া ও রাবারের জিনিস থাকায় আগুন নেভাতে সময় লাগছে। বন্ধের দিন থাকায় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। তবে বন্ধ কারখানায় কীভাবে আগুন লাগল তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার বিকেল ৪টা কোরিয়ান গার্মেন্টস রং দা  গার্মেন্টস ইন্টারন্যাশনাল নামের এই কারখানায় আগুন লাগে।

ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে ফায়ারকর্মী শিবলি সাদিক বলেন, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, বায়েজিদের টেক্সটাইল মোড়ের রংদা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানায় জুতার সোল তৈরি করা হয়। এটি চাইনিজ মালিকানাধীন। সেখানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।