ন্যাভিগেশন মেনু

রমজান আমাদের সামনে আসে তাকওয়া নীতি শিক্ষা দেওয়ার জন্য: খলিলুর রহমান


রমজান আমাদের সামনে আসে তাকওয়া নীতি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ ধনী-গরীবের পার্থক্য দূর করে একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং ধনী-গরীবের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য যাকাতের প্রচলন করেছেন। তিনি বলেন ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। 

চট্টগ্রামের পটিয়া উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ,আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ১০ হাজার হত দরিদ্র নারী-পুরুষদের মাঝে কেডিএস গ্রুপের চাল বিতরন অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট খলিলুর রহমান এসব মন্তব্য করেন।

শুক্রবার সকালে জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান নিজে উপস্থিত থেকে ১০ হাজার হত দরিদ্র নারী-পুরুষদের মাঝে চাল বিতরণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, ফজলে ওয়ালী আহম্মেদ তামজীদ, কেডিএস গ্রুপের প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী, স্থানীয় সমাজসেবক আবদুর রহমান ও মোহাম্মদ এরফানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।