ন্যাভিগেশন মেনু

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে চবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত


গণহত্যা দিবস স্মরণে ২৫ মার্চ (সোমবার) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

চবি উপাচার্য বলেন “বাঙ্গালির স্বাধীনতা অর্জন অবশ্যম্ভাবী জেনেই পাকিস্তানি হায়েনারা ২৫ মার্চ রাতের আধাঁরে বর্বরোচিত হামলা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করে। তারা চেয়েছিল বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে এ দেশকে মেধাশূণ্য করতে। কিন্তু তাদের সে স্বপ্ন বীর বাঙ্গালি পূরণ হতে দেয়নি। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে জাতির পিতার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”  

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।