ন্যাভিগেশন মেনু

মোঃ সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি

Norsingdi Correspondent
মোঃ সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি
Nov 12, 2023

জাতীয়

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৃহত্তম  ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৃহত্তম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ নভেম্বর) দুপুরে  পলাশ উপজেলায় জিপিইউএফএফ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ১২টার কিছু আগে এখানে পৌঁছান প্রধানমন্ত্রী।  এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৃহত্তম কারখানা। তিন দশকের পুরোনো কারখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন করে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন এবং প্রকল্পের শুরু থেকেই বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সার কারখানা পরিদর্শন করেন। পরিবহনসুবিধার লক্ষ্যে ঘোড়াশাল রেলস্টেশনের সঙ্গে কারখানার সংযোগের জন্য একটি রেললাইন নির্মাণের কাজ চলছে বলে জানা যায় । প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং জিপিইউএফএফ উদ্বোধনের দিনটিকে চিহ্নিত করে একটি বিশেষ সিলমোহরও প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা  উপস্থিত ছিলেন।এর পর বিকালে প্রধানমন্ত্রী নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত এক মহাসমাবেশে ভাষণ দেন। তিনি নরসিংদীতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।কারখানার কার্যক্রম শুরু হলে সার আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। কারণ দেশের মোট বার্ষিক ২৬ লাখ টন চাহিদার বিপরীতে স্থানীয় কারখানাগুলো একসঙ্গে ১৯ দশমিক ২৪ লাখ মেট্রিক টন সার উৎপাদন করবে।স্থানীয় কারখানাগুলো বর্তমানে প্রায় ১০ লাখ টন উৎপাদন করছে এবং বাকি বার্ষিক চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে। ১১০ একর জমিতে ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।কারখানার দুটি বাষ্পীয় গ্যাস জেনারেটর ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং প্ল্যান্টটি চালানোর জন্য ২৮ মেগাওয়াট প্রয়োজন।এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার...


Oct 30, 2023

জাতীয়

নরসিংদীতে  দৃষ্টিনন্দন  শিবপুর উপজেলা  মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দৃষ্টিনন্দন শিবপুর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে ৫৬৪ টি  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে  ষষ্ঠ পর্যায়ে  ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে  নরসিংদী গণপূর্ত অফিসের তত্ত্বাবধানে নির্মিত   শিবপুর উপজেলা  মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সোমবার (৩০ অক্টোবর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সারা দেশে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র  উদ্বোধন করেন তিনি।  এর আগে দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।নরসিংদী গণপূর্তির নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন  জানান, মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে অজুর জন্য পৃথক জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিতব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।এছাড়া, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়াহ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে। প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন। নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াল ৩০০।নরসিংদীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় , গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে   অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক  ড. বদিউল আলম,  গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, নরসিংদী - ৩ আসনের  সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন , পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার    শামসুল আরেফীন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা  কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার...


Oct 19, 2023

জাতীয়

নরসিংদীতে ১৪ কোটি ৬০লক্ষ টাকা ব্যয়ে সওজের ২ সেতু  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী

নরসিংদীতে ১৪ কোটি ৬০লক্ষ টাকা ব্যয়ে সওজের ২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের আওতায়  জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান প্রশস্ততায়   উন্নতিকরণ (ঢাকা-জোন) এর প্রকল্পের  আওতায় ২ দুইটি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার  (১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী রাজধানীতে তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি সারা দেশে ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও  নবনির্মিত অন্যান্য  অবকাঠামো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।এর মধ্যে নরসিংদীর দুইটি সেতু উদ্বোধন করেন তিনি। নরসিংদীর সেতু গুলো হলো, শিবপুর- দড়িপুরা কামরাবো বেলাব জেলা মহাসড়কের   ৭৪.০১ মিটার দৈর্ঘ্য দড়িপুরা সেতু ও একই সড়কের ২৫.৭৪ মিটার দৈর্ঘ্য খাদেম আলী সেতু। এসব সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ টাকা। নতুন দুই সেতু উদ্বোধনে খুশি স্থানীয় বাসিন্দা,গাড়ি চালক ও যাত্রীরা। সওজের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান,নরসিংদী  সওজের আওতাধীন জেলা মহাসড়কের  দুই সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এসব সেতু  উদ্বোধনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকান্ড আরো বেশি বৃদ্ধি পাবে। সেতু গুলো ব্যবহার করে বর্তমানে জনসাধারণ স্বল্প সময়ে যেমন যাতায়াত করতে পারছেন গন্তব্যে, তেমনি পণ্য পরিবহন ও করতে পারছেন সহজেই।সওজের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, জেলা মহাসড়কের দুই সেতু উদ্বোধনের ফলে জেলার সাথে রাজধানী ঢাকাসহ অত্র জেলা- উপজেলাসমূহের আন্ত:যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে। এ ছাড়া অত্র এলাকার উৎপাদিত শিল্প এবং কৃষিজাত পণ্যসহ অন্যান্য দ্রব্যাদির দ্রুত ও সহজ পরিবহনের ফলে এই এলাকার আর্থ-সামাজিক কর্মকান্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সেতু উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে   অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক  ড. বদিউল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সির্ভিল সার্জন ডা: নুরুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, নরসিংদী এলজিডির নির্বাহী প্রকৌশলী  খন্দকার আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম  তালেব হোসেন ,সাধারণ সম্পাদক পীরজাদা  কাজী মোহাম্মদ আলী, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, বিভিন্ন  সরকারী দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।...


Sep 14, 2023

জেলার খবর

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন:  রিপন-সভাপতি, আইয়ুব-সম্পাদক

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: রিপন-সভাপতি, আইয়ুব-সম্পাদক

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি ২০২৩-২০২৫ গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি পদে দৈনিক বর্তমান দিনের জেলা প্রতিনিধি আশাদ উল্লাহ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ খাসখবর সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি শাওন খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক পদে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনি।এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।...


Sep 11, 2023

জেলার খবর

নরসিংদীর শিবপুরে গ্রীষ্মকালীন ফুটবল খেলায় পরাজিত হয়ে বিজয়ী দলের উপর অতর্কিত  হামলা আহত-৮

নরসিংদীর শিবপুরে গ্রীষ্মকালীন ফুটবল খেলায় পরাজিত হয়ে বিজয়ী দলের উপর অতর্কিত হামলা আহত-৮

নরসিংদীর শিবপুর উপজেলা  শিবপুর সরকারি পাইলট  মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভিত্তিক সেমি ফাইনাল ফুটবল  খেলায় দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় ও  সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করে।খেলায় পরাজিত হয়ে  বিজয়ী দলের খেলোয়ারদের উপর অতর্কিত হামলা করে এতে ৮ জন শিক্ষার্থী  আহত হয়। এ ঘটনায় আজ ১১ সেপ্টেম্বর সোমবার সকালে শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়েছে।পরে বিচারের আশ্বাসে ছাত্র ছাত্রীরা তালা খুলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ  করছে। বিদ্যালয়ের পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান ১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে শিবপুর সরকারি পাইলট  মডেল উচ্চ বিদ্যালয়ের ধানুয়া মাঠে  ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভিত্তিক সেমি ফাইনাল ফুটবল  খেলায় দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় ও  সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করে। দুই দলের খেলা ড্র হয় । নিয়ম অনুযায়ী ট্রাইবেকারে সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা  খেলায় পরাজিত হয়ে যায়। খেলায় পরাজিত হয়ে  বিজয়ী দলের খেলোয়ারদের উপর অতর্কিত হামলা করে। এতে ৮ জন ছাত্র আহত হয়েছে।আহতরা হলেন দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সোলমান, ফারদিন, মাহমুদ,হৃদয়, মাহফুজ,ফাহাদ ৯ ম শ্রেণির  ফুয়াদ,আসাদুল। তাঁরা খেলা শেষে  নিজস্ব যানবহনে অটোরিকশার মাধ্যমে  শিবপুর থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় উপজেলার ইটাখোলা মুনসেফেরচর নামক স্থানে একটি অটো রিক্সা হঠাৎ  নষ্ট হয়ে যায় । অটোরিকশায় থাকা ৮ জন শিক্ষার্থী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এমন সময় সৈয়দনগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয় এর কিছু শিক্ষার্থী সিএনজি যুগে ১৫/২০ জন শিক্ষার্থী  বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধানরত   মুন্সেফেরচর স্থান নামক ব্রিজের উপরে উপস্থিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এতে ৮ জন শিক্ষার্থী আহত হলে তাদেরকে প্রথমে পলাশ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করেন। ফারদিন নামক এক  শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক  হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্যান্য শিক্ষার্থীরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন  অবস্থায় আছে।বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,  অভিভাবক ও এলাকাবাসী   এ ঘটনার...


Apr 02, 2022

জেলার খবর

কনস্টেবল থেকে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে এএস‌পি হলেন  নরসিংদীর আব্দুল হাকিম

কনস্টেবল থেকে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে এএস‌পি হলেন নরসিংদীর আব্দুল হাকিম

২০১৩ সালে  পুলিশ কনস্টেবল হিসেবে নরসিংদী রায়পুরা উপজেলার আব্দুল হাকিম নামে এক যুবক  পুলিশে যোগদান করেছিলেন। পুলিশ কনস্টেবলের চাকুরির পাশাপাশি তিনি লেখাপড়া চালিয়ে যান। বুধবার ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন আব্দুল হাকিম। সেখানে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হয়েছেন তিনি।হাকিম নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১৩ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন তিনি। কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেওয়া হাকিম বর্তমানে নায়েক হিসেবে বাহিনীতে কর্মরত রয়েছেন।জানা যায়, ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন হাকিম। কিন্তু এসএসসি পরীক্ষার কয়েকদিন আগেই মারা যান তার বাবা। শোক আর কষ্ট নিয়ে কোনোরকম পরীক্ষার সিটে বসতে হয়েছিল। ফলও তেমন ভাল হয়নি।এরপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে সম্পন্ন করেন উচ্চমাধ্যমিক।২০১২-১৩ সেশনে ভর্তি হন নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এর কিছুদিন পর পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার।২০১৩ সালে পুলিশের যোগদান করার পর প্রথমে গাজীপুরে শিল্প পুলিশে পোস্টিং হয় হাকিমের। কিন্তু ২০১৫ সালে বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আসেন তিনি। পোস্টিং হয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে। সেখানে থাকা অবস্থাতেই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন।দুই বছরের ব্যবধানে ২০১৮ সালে পাবলিক সার্ভিস কমিশনে আবেদন করেন আব্দুল হাকিম। সেবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মনোবল আরও অনেক বেড়ে যায়। প্রিলিমিনারিতে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফলাফলে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।এমন অভাবনীয় সাফল্য পাওয়া হাকিম জানান, ডিএমপিতে প্রচুর কাজের চাপ ছিল। সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো মানের একটা চাকরির চিন্তা শুরু হয়। এই চিন্তা থেকেই চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি।তিনি বলেন, ডিউটির পাশাপাশি ১৩ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা শুরু করলাম। রাত ২টা পর্যন্ত পড়তাম। আবার সকাল ৭টায় যখন রোলকল হতো, তখন আমার ঘুমে ঢুলুঢুলু অবস্থা। মাঝে মাঝে রোলকলের দায়িত্বে থাকা এএসআই...


Mar 12, 2022

জেলার খবর

গ্রাহকের দুইশত কোটি টাকা ফিরে পেতে মানববন্ধন

গ্রাহকের দুইশত কোটি টাকা ফিরে পেতে মানববন্ধন

নরসিংদীতে শাহ্ সুলতান মাল্টিপারপাস কো- অপারেটিভ সমবায় সমিতির কাছে গ্রাহকের পাওনা দুইশত কোটি টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভোক্তভোগী গ্রাহকরা।শনিবার (১২ মার্চ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি করা হয়।মানববন্ধনে গ্রাহকরা জানান, নরসিংদী জেলা সমবায় অফিস কর্তৃক নিবন্ধিত শাহ্ সুলতান এম সি এস কো-অপারেটিভ মোসাইটি  লিমিটেড’ নামে জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন পায়  প্রতিষ্ঠানটি।  যার নিবন্ধন নং ৯৫।  প্রতিষ্ঠানটি জেলা সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ে নামি দামি মার্কেটে অফিস ভাড়া নিয়ে ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত কথা বলে গ্রাহকদের উচ্চহারে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে অবসপ্রাপ্ত চাকুরীজীবি,প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকদের কাছ থেকে আমানতের দুইশত কোটি টাকা সংগ্রহ করে সমিতিটির পরিচালনা কমিটি আত্মগোপনে রয়েছে। তারা স্থানীয় হওয়ায় গ্রাহকরা তাদের কথা বিশ্বাস করে প্রতিষ্ঠানটিতে অর্থ জমা রাখে। জেলার প্রায় আটশতাধিক গ্রাহক তাদের আমানতের অর্থ হারিয়ে এখন নিঃস্ব প্রায়। মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক আজিজুল হক,বুরুজ মিয়া,রুশিয়ারা,ইকবাল হোসেন ,আলআমিন প্রমুখ। বক্তরা জানান,ওই সমিতির সকল সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হোক। গ্রাহকদের টাকায় কেনা জমি ও প্রতিষ্ঠান জেলা প্রশাসনের দায়িত্বে রাখা হোক। এ দিকে আমানতের অর্থ ফেরত পেতে  থানা, জেলা প্রশাসকসহ সমবায় অফিসে  লিখিত অভিযোগ করেছেন গ্রাহকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে ভোক্তভোগীদের অভিযোগ। ওই সমিতির সঙ্গে জড়িতদের  দ্রুত গ্রেফতার ও  গ্রাহকদের পাওনা  টাকা ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ  কামনা করছেন গ্রাহকরা । এ বিষয়ে  শাহ্ সুলতান এম সি এস লিমিটেট কো-অপারেটিভ সমিতির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে। জেলার সুশীল সমাজ মনে করছেন, মানবিক দিক বিবেচনায় সমিতির অসহায় সদস্যদের টাকা উদ্ধারে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া  উচিত।...