ন্যাভিগেশন মেনু

নরসিংদীতে ১৪ কোটি ৬০লক্ষ টাকা ব্যয়ে সওজের ২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের আওতায়  জেলা মহাসড়ক সমূহ যথাযথ মান প্রশস্ততায়   উন্নতিকরণ (ঢাকা-জোন) এর প্রকল্পের  আওতায় ২ দুইটি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার  (১৯ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী রাজধানীতে তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি সারা দেশে ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও  নবনির্মিত অন্যান্য  অবকাঠামো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এর মধ্যে নরসিংদীর দুইটি সেতু উদ্বোধন করেন তিনি। নরসিংদীর সেতু গুলো হলো, শিবপুর- দড়িপুরা কামরাবো বেলাব জেলা মহাসড়কের   ৭৪.০১ মিটার দৈর্ঘ্য দড়িপুরা সেতু ও একই সড়কের ২৫.৭৪ মিটার দৈর্ঘ্য খাদেম আলী সেতু। এসব সেতু নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১৪ কোটি ৬০ লাখ টাকা। 

নতুন দুই সেতু উদ্বোধনে খুশি স্থানীয় বাসিন্দা,গাড়ি চালক ও যাত্রীরা। সওজের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান,নরসিংদী  সওজের আওতাধীন জেলা মহাসড়কের  দুই সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এসব সেতু  উদ্বোধনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকান্ড আরো বেশি বৃদ্ধি পাবে। সেতু গুলো ব্যবহার করে বর্তমানে জনসাধারণ স্বল্প সময়ে যেমন যাতায়াত করতে পারছেন গন্তব্যে, তেমনি পণ্য পরিবহন ও করতে পারছেন সহজেই।

সওজের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, জেলা মহাসড়কের দুই সেতু উদ্বোধনের ফলে জেলার সাথে রাজধানী ঢাকাসহ অত্র জেলা- উপজেলাসমূহের আন্ত:যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে। এ ছাড়া অত্র এলাকার উৎপাদিত শিল্প এবং কৃষিজাত পণ্যসহ অন্যান্য দ্রব্যাদির দ্রুত ও সহজ পরিবহনের ফলে এই এলাকার আর্থ-সামাজিক কর্মকান্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেতু উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে   অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক  ড. বদিউল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সির্ভিল সার্জন ডা: নুরুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, নরসিংদী এলজিডির নির্বাহী প্রকৌশলী  খন্দকার আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম  তালেব হোসেন ,সাধারণ সম্পাদক পীরজাদা  কাজী মোহাম্মদ আলী, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, বিভিন্ন  সরকারী দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।