ন্যাভিগেশন মেনু

নরসিংদীতে দৃষ্টিনন্দন শিবপুর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে ৫৬৪ টি  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে  ষষ্ঠ পর্যায়ে  ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে  নরসিংদী গণপূর্ত অফিসের তত্ত্বাবধানে নির্মিত   শিবপুর উপজেলা  মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সোমবার (৩০ অক্টোবর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সারা দেশে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র  উদ্বোধন করেন তিনি।  

এর আগে দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯,৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।

নরসিংদী গণপূর্তির নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন  জানান, মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। 


মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে অজুর জন্য পৃথক জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিতব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এছাড়া, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়াহ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।

 প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন। নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াল ৩০০।

নরসিংদীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় , গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে   অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক  ড. বদিউল আলম,  গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন, নরসিংদী - ৩ আসনের  সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন , পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার    শামসুল আরেফীন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা  কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব,  শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক    শামসুল আলম রাখিল, শিবপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তাপসী রাবেয়া, বিভিন্ন  সরকারী দপ্তরের  কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

এর আগে,  চলতি বছরের ১৬ জানুয়ারি ভার্চুয়ালি উপস্থিত থেকে  নরসিংদী সদর ও মনোহরদী উপজেলায় নির্মিত দুইটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।