ন্যাভিগেশন মেনু

চবি উপাচার্যের সাথে ভারতীয় রাবার বোর্ডের নেতৃবৃন্দের মতবিনিময়


চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক নেতৃত্বে ভারতীয় রাবার বোর্ডের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে মতবিনিময়কালে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, ভারতীয় রাবার বোর্ডের প্রধান নির্বাহী ভাসান্থাগেসান, জয়েন্ট রাবার কমিশনার সালি নারায়ন, বাংলাদেশ রাবার বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু তালেব সুরাগ ও সহকারী পরিচালক (আইন) মোঃ সাইদুল আলম মাসুদ উপস্থিত ছিলেন।

ভারতীয় রাবার বোর্ডের নেতৃবৃন্দরা ভারতীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের যৌথ প্রকল্পে চবি ক্যাম্পাসে রাবার বাগান তৈরী, রাবার বিষয়ক গবেষণা, উভয় দেশের সাথে শিক্ষার্থী বিনিময়, রাবার বিষয়ক সেমিনার, কর্মশালা ও কনফারেন্স আয়োজনের প্রস্তাব পেশ করলে চবি উপাচার্য তার সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন।