ন্যাভিগেশন মেনু

চসিকের অভিযানে শতাধিক ফুটপাত উচ্ছেদ


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, শাহরীন ফেরদৌসী, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন রবিবার দুপুরে যৌথভাবে নগরীর ফলমন্ডি, নিউ মার্কেট ও জুবলী রোডের মুখ পর্যন্ত শতাধিক ফুটপাতের দোকানের মালামাল জব্দ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নগরীর ফলমন্ডি হতে স্টেশন রোডের উভয়পাশ, নিউ মার্কেট মোড় ও নিউ মার্কেট হতে জুবলী রোডের মুখ পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা (টং দোকান) উচ্ছেদ করা হয়।

এ সময় প্রায় শতাধিক অবৈধ স্থাপনার মালামাল জব্দসহ স্থাপনার সরঞ্জামাদি ভেঙ্গে দেওয়া হয়।  অভিযান চলাকালীন সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।