ন্যাভিগেশন মেনু

আমার পছন্দের তালিকায় সবসময়ই রিয়াদ থাকবে: সুজন


করোনাভাইরাসের কারণে আপাতত বাংলাদেশে সবধরনের খেলাধুলা বন্ধ। তাই খেলোয়াড়রাও বাসায় বসে সময় কাটাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একটি উদ্যগে বর্তমান ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটার নিয়ে ফেসবুকে লাইভ সেশন করছেন তিনি।

সোমবার (২৫ মে) ক্রীড়া সাংবাদিক নোমান আহমেদের ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলে ঈদ স্পেশাল লাইভে অতিথি হিসেবে ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড় চেনার দারুণ এক ক্ষমতা আছে এই সাবেক ক্রিকেটারের মধ্যে। তার চোখেই ধরা পড়ে মুস্তাফিজ, তাসকিন, শান্ত, মিরাজদের মত তরুল ক্রিকেটাররা। তারও আগে খেলোয়াড়ি জীবনে মানসিক সমর্থন দিয়ে সামনে এগোনের পথ মসৃণ করেছেন অনেকেরই।

প্রথম শ্রেণির ক্রিকেটে রিয়াদের জন্য নিজের ব্যাটিং অর্ডার পিছিয়ে নেওয়া বর্তমান সফল এই কোচ জানান রিয়াদ ভালো পারফর্ম করলে সমবসমই উপভোগ করে।

সুজন বলেন, ‘সুযোগ আসলে কেউ কাউকে করে দেয় না, ওরাই নিজেদের জায়গা নিজেরা তৈরি করে নিয়েছে। অবশ্যই কিছু জায়গায় সুপারিশ করতে হয়, নামগুলো তুলে ধরতে হয়। রিয়াদের কথা বলবো, ও যখন পারফর্ম করে অনেক খুশি হই। ওকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে তখন না শোনার চেষ্টা করি। আমার পছন্দের তালিকায় সবসময়ই রিয়াদ থাকবে।’

সুজন আরো বলেন, ‘রিয়াদকে প্রথম শ্রেণির ক্রিকেটে আমার জায়গা ছেড়ে দিয়েছি ব্যাটিং করতে। আমি ৬ এ খেলতাম, তবে রিয়াদেকে ৬ এ দিয়ে আমি ৭ এ শুরু করি। ওর সাথে আমার অনেক ইনিংস আছে যেখানে আমি কথা বলতাম ওর সাথে, গাইড করতাম মারবে কিনা বা অন্য কিছু। কারণ রিয়াদ হিট করতে পারতো, সে ক্লিন হিটার ছিল ছোট বেলা থেকে। তাকে বলতাম লম্বা ইনিংস খেলতে, সে শুনতো আমার কথা।’

ওআ/