ন্যাভিগেশন মেনু

মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে শুক্রবার (১৮ ডিসেম্বর)  টুইটারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আনুষ্ঠানিকভাবে মডার্নার তৈরি ওই ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনো বাধা ছাড়াই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলো। শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়, এদিকে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া পর খাদ্য ও ওষুধ প্রশাসন এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ দল জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করার পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের পর মডার্নার ভ্যাকসিন হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অনুমোদনপ্রাপ্ত করোনাভাইরাস ভ্যাকসিন।

ওআ/