ন্যাভিগেশন মেনু

চিনকে বার্তা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২০টি যুদ্ধজাহাজ মোতায়েন


ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিল্লি ও এর সহযোগীরা  ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গতকাল শুক্রবার গ্লোবাল ডায়লগ সিকিউরিটি ফোরামের এক আলোচনায় এ তথ্য জানান তিনি ।

চিন দীর্ঘদিন ধরেই এশিয়ায় বিস্তীর্ণ এলাকায় নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছে। এরআগে বিষয়টিকে সেভাবে নজর না দিলেও এখন তাদের মোকাবিলা করার জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে ভারত ও তার সহযোগী দেশগুলো।

‘কনটেস্টিং দ্য ইন্দো স্পেসিফিক ফর গ্লোবাল ডমিনেশন’ শীর্ষক ওই আলোচনাসভায় অংশ নিয়ে চিনের তুমুল সমালোচনা করে বিপিন রাওয়াত বলেন, ‘গত কয়েক বছরে চিনের অর্থনীতি ও সামরিক শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে।

চিন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতা বৃদ্ধির চেষ্টা দেখে প্রস্তুতি নিয়েছে অন্যরাও। তাই ভারতসহ অনেক দেশ বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরে ১২০টির বেশি রণতরী মোতায়েন করেছে। এর ফলেই শান্তির পরিবেশ বজায় রয়েছে এই এলাকায়।’

লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চিনের বিবাদ আরও বেড়েছে।

এস এস