ন্যাভিগেশন মেনু

করোনা: বিশ্বে একদিনে ১০ হাজারের বেশি মৃত্যু


মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

এ নিয়ে করোনা সংক্রমিত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৮ হাজার ৯০০ জনে পৌঁছেছে। তাছাড়া, মোট আক্রান্ত হয়েছে ৫ কোটি ২৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, বুধবার (১১ নভেম্বর) সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি ২ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন। একই দিনে আরও এক লাখ ৩৭ হাজার মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৮ হাজার ৭২৮ এ দাঁড়িয়েছে।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ইতালি। এপ্রিলের পর প্রথম, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। মোট মৃত্যু ৪৩ হাজার; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

এদিকে ৬ মাসে প্রথমবার দিনে প্রায় ৬০০ মৃত্যুর পর, বিশ্বের ৫ম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধ-লাখ।

দিনে ৩শ’ থেকে সাড়ে ৫শ’র বেশি মৃত্যুর রেকর্ড করেছে ব্রাজিল, ভারত, ইরান, রাশিয়া, পোল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ফ্রান্স।

সিবি/এডিবি