ন্যাভিগেশন মেনু

মাত্র ১ ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট দেবে এই যন্ত্র!


করোনাভাইরাস মহামারিতে বদলে গেছে পৃথিবীর গতি প্রকৃতি। বদলেছে মানুষের আচার অভ্যাস। এখন শুধু লক্ষ্য একটাই, কিভাবে করোনা রোধ করা যায়। কিন্তু যাচ্ছে কোথায়! কিন্তু চেষ্টার কোন কমতি রাখছেন না গবেষকরা।

এই মহামারি পরিস্থিতিতে করোনা পরীক্ষায় নয়া দিশা দেখালো ভারতের খড়গপুর আইআইটি। মাত্র ১ ঘণ্টার মধ্যেই এবার জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল। খরচও একেবারেই কম বলা যায়।

খড়গপুর আইআইটি জানায়, কোনওরকম ত্রুটি ছাড়াই করোনা পরীক্ষার ফল জানাবে এই ডিভাইস।

এমন ডিভাইসই এবার তৈরি করে তাক লাগালেন খড়গপুর আইআইটি-র গবেষকরা। দ্রুত করোনা পরীক্ষার জন্য পোর্টেবল র‍্যাপিড ডায়গনস্টিক ডিভাইস তৈরি করেছে আইআইটি।

সরকারি বাদে বেসরকারি ক্ষেত্রে করোনার পরীক্ষা করাতে অনেক টাকা গুনতে হয় এবং ঝক্কিও অনেক। সেই সমস্যা নিরসন ঘটাতে খড়গপুর আইআইটি-র ডিভাইস উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। ৪০০ টাকারও কমে করোনা পরীক্ষা করা যাবে। পরীক্ষার ফল স্মার্টফোনেই জানা যাবে। 

খড়গপুর আইআইটি'র মেকানিক্যাল ইঞ্জিনিয়রিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী ও স্কুল অব বায়ো সায়েন্সের ড. অরিন্দম মণ্ডলের ভাবনা থেকেই এসেছে এই ডিভাইস। 

এ প্রসঙ্গে ড. অরিন্দম মণ্ডল বলেন, ”এই অভিনব ডিভাইসটি শুধু কভিড-১৯ সনাক্ত করতে সাহায্য করবে তা নয়, যে কোনও আরএনএ ভাইরাস সনাক্ত করতেও পারবে।” সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এডিবি/