ন্যাভিগেশন মেনু

চিনের ধূলো নিয়ে সতর্ক কিম


চিনের পরম বন্ধু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম তার নাগরিকদের বাড়ির ভেতরে থাকতে বলেছে। কিম জানিয়েছেন, চিন থেকে আসা মৌসুমি ইয়েলো ডাস্ট (হলুদ ধূলিকণা) দেশটির ভেতরে করোনাভাইরাস নিয়ে আসতে পারে। 

উত্তর কোরিয়ার সরকার দলীয় পত্রিকা রোডং সিনমুন বৃহস্পতিবার জানায়, নতুন করোনাভাইরাস সংক্রমণ যেহেতু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, হলুদ ধূলিকণা মোকাবেলা এবং ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আরো গুরুতর হয়ে উঠেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি বুধবার জানিয়েছে, হলুদ ধুলা এবং সূক্ষ্ম ধুলাতে ভারী ধাতু থাকতে পারে। ভাইরাসসহ নানা প্যাথোজেনিক অণুজীবের মতো ক্ষতিকারক পদার্থ থাকতে পারে। 

বাইরে থেকে ফিরে আসার পর নাগরিকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি মনোযোগ দিতে হবে। এ ছাড়াও নির্মাণধীন ভবন বা সাইটগুলোতে শ্রমিকদের বাহিরের নির্মাণ কাজ এড়িয়ে চলা উচিত।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় রাশিয়ার দূতাবাস ফেসবুকে লিখেছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে আগত সকল দর্শনার্থী এবং এর কর্মীদের বাড়ির ভেতরে থেকে ধুলা ঝড়ের জন্য অপেক্ষার নির্দেশ দিয়েছে।

এস এস