ন্যাভিগেশন মেনু

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো নাটোর রাজবাড়ি


করোনা সংক্রমণের কারনে বন্ধ থাকার ৭ মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নাটোর রাজবাড়ি। এখন থেকে আগের নিয়মেই দর্শনার্থীরা টিকিটের বিনিময়ে রাজবাড়িটি পরিদর্শন করতে পারবেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।

তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সনাক্ত হওয়ার পর গত ১৯ মার্চ থেকে নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আবারও নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।

কে আর/এস এ/এডিবি