ন্যাভিগেশন মেনু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু ‘২০২০ এনডি’


বিশবিশ-এ 'বিষাক্ত' হয়ে পড়েছে জনজীবন। ২০২০ সালে করোনাভাইরাস অতিমারি চলাকালেও বিপদ পৃথিবীর পিছু ছাড়ছে না। গোদের উপ বিষফোঁড়ার মতো চেপে বসেছে একের পর এক বিপর্যয়। এবার বিজ্ঞানীরা সতর্ক করলেন এক বিশালাকার গ্রহাণু নিয়ে। যা দ্রুতগতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটির আকার লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড়। লন্ডনের এই জনপ্রিয় পর্যটনস্থলের উচ্চতা ৪৩০ ফুট। গ্রহাণুটা এর চেয়েও দেড়গুণ বড়। 

আগামী ২৪ জুন এটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি ‘ঝুঁকিপূর্ণ গ্রহাণু’। তাই আগেভাগেই পৃথিবীকে সতর্ক করা হয়েছে।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা এই পাথুরে গ্রহাণুর নাম দিয়েছেন ‘২০২০ এনডি’। আগামী ২৪ জুলাই ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান। 

ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার গতিতে ধেয়ে আসছে এবং তা পৃথিবীর থেকে ৫০ লাখ ৮৬ হাজার ৩২৭ কিলোমিটার দূরত্বের মধ্যে চলে আসবে। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এই দূরত্ব নেহাতই নগন্য।

নাসার বিজ্ঞানীর জানিয়েছেন, পৃথিবীর খুব কাছাকাছি চলে আসার মতো সম্ভাবনার মতো মাপকাঠির ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণু (পিএইচএ)-র সংজ্ঞা নির্ধারণ করা হয়।  আর কয়েকদিনের মধ্যে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসবে গ্রহাণুটা। ফলে আগেভোগেই বিশ্ববাসী সতর্ক করলেন বিজ্ঞানীরা। সুত্র: সংবাদ প্রতিদিন

এডিবি/