ন্যাভিগেশন মেনু

বগুড়ায় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন


বগুড়ায় 'কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা' স্লোগানে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় বগুড়া জিলা স্কুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল কলেজের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তামহিনা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হযরত আলী, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।

এবারের মেলায় জুনিয়র গ্রুপে ১৪টি ও সিনিয়র গ্রুপে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি বিজ্ঞান ক্লাব তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করেছে।

পরে বিকেলে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার আমলে প্রতিটি স্কুলে বিজ্ঞান ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।

এএসবি/এসএ/এডিবি