ন্যাভিগেশন মেনু

ইইউ-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি আলোচনা সোমবার


বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধের পরও একটি সর্বসম্মত ব্রেক্সিট বাণিজ্য চুক্তি করতে আবারও শুরু হচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা।

সোমবার (৭ ডিসেম্বর) আলোচনা শুরু হবে। তবে প্রতিনিধিরা আলোচনা অংশ নিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রবিবার ৬ ডিসেম্বর পৌঁছেছেন।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন টেলিফোনে কথা বলার পর আবারো আলোচনার সিদ্ধান্ত হয়। 

এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, বাণিজ্যিক নানা বিষয়ে দু'পক্ষের মতবিরোধ থাকলেও তারা আশাবাদী।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় যুক্তরাজ্য। এরপর বেশ কয়েক দফা আলোচনা হলেও সমাধান আসেনি। চুক্তি অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত পুরোনো বাণিজ্যিক চুক্তিতেই থাকতে হচ্ছে দেশটিকে। তাই এবারের আলোচনাকেই নতুন চুক্তির জন্য শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সিবি/এডিবি