ন্যাভিগেশন মেনু

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে হচ্ছে হাইপারসোনিক মিসাইল


অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে শব্দের চাইতে পাঁচগুন দ্রুত গতিসম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লিন্ডা রেনল্ডস জানান, চিন ও রাশিয়ার হুমকির জবাবে তারা এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

চিন ও রাশিয়া ইতোমধ্যেই এ ধরণের হাইপারসোনিক মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

লিন্ডা রেনল্ডস বলেন, আগ্রাসী তৎপরতার জবাব দিতে আমরা প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো অব্যাহত রাখবো।

তবে এই ক্ষেপণাস্ত্র তৈরিতে কতো খরচ পড়বে এবং কবে নাগাদ এটি কাজ শুরু করবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যায়, এমন কিছুকে মোকাবেলা করাই  আমাদের প্রধান উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপমন্ত্রী মাইকেল ক্র্যাটিসিয়োস বলেন, আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সাউদার্ন ক্রস ইন্টিগ্রেটেড ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট (এসসিএফআইআরই) নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সেনাবাহিনীর মধ্যে ১৫ বছরের সহযোগীতা সমঝোতার মধ্য দিয়ে হাইপারসোনিক ক্রুজ মিসাইল তৈরি হবে।

তবে সমীক্ষকদের ধারণা, মিসাইল উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতা,শুধু উত্তেজনাকেই বাড়াবে। সুত্র: ভয়েস অব আমেরিকা ও আল জাজিরা।

এডিবি/