ন্যাভিগেশন মেনু

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক মারা গেছেন


সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক ম্যানেজার, মোহামেডান ক্লাবের সাবেক অধিনায়ক এ এস এম ফারুক মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিনদিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, এ এস এম ফারুক ছিলেন সেই দলের সদস্য। তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদে আসীন ছিলেন। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশ যুবাদের ম্যানেজার। তিনি দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবেও। 

এডিবি/